আর মাত্র কয়েকঘন্টা পরেই মুক্তি পেতে চলেছে আদিপুরুষ, প্রায় ৪.৭ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে!

kolkata : আর মাত্র কয়েকঘন্টা পরেই মুক্তি পেতে চলেছে আদিপুরুষ। এই মূহুর্তে প্রায় ৪.৭ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ছবির মুখ্য অভিনেতা প্রভাস (Prabhas)। তাঁর বিপরীতে আছেন কৃতি শ্যানন (Kriti Sanon)। প্রথমবার পর্দায় জুটি বেঁধেছেন এই দুই তারকা। বাহুবলী-র পরেই ফ্যানেদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন প্রভাস। ভারতের হার্টথ্রব হয়ে ওঠেন এই দক্ষিণী তারকা।  মুক্তির আগেই যে পরিমাণে ব্যবসা করতে শুরু করে দিয়েছে যে, অনুমান করাই যায় প্রথম দিনই ৪০-৫০ কোটি ব্যবসা করতে পারে এই ছবি। সম্প্রতি হায়দ্রাবাদের একটি থিয়েটারে স্পেশাল স্ক্রিনিংয়ের মাধ্যমে মুক্তি পায় ছবির ট্রেলার।

ছবিতে রামের ভূমিকায় অভিনয় করবে প্রভাস,  সীতার ভূমিকায় কৃতি স্যানন। এছাড়াও রাবণের ভূমিকায় দেখা যাবে বলিউডের নবাব সইফ আলি খানকে। লক্ষ্মণের চরিত্রে সানি সিং, বজরং চরিত্রে দেবদত্ত নাগ, মেঘনাধের চরিত্রে বৎসল শেঠ ছাড়াও সোনাল চৌহান এবং তৃপ্তি টোরাডমলকে ছবিতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন ওম রাউত এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার। এটি হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি হবে।

এই ছবির প্রচারে অভিনব পথ নিয়েছে ছবির প্রযোজনা সংস্থা। জানা গিয়েছে, প্রায় ১.৫ লক্ষ টিকিট তারা বিনামূল্যে দেবে। এক ট্যুইট বার্তায়, দ্য কাশ্মীর ফাইলস এবং কার্তিকেয়া-২ এর প্রযোজক অভিষেক আগরওয়াল জানিয়েছেন, এই ছবির ১০,০০ টি টিকিট তিনি বিনামূল্যে সরকারি স্কুল, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে দেবেন। আরো এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, রণবীর কাপুর এবং রাম চরণও দর্শকের জন্য ১০,০০টি করে টিকিট দান করেছেন।শ্রেয়াস মিডিয়া নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তেলেঙ্গানার খাম্মামের সমস্ত রামের মন্দিরে ১০১টি টিকিট দান করার প্রতিশ্রুতি দিয়েছে। মাঞ্চু মনোজ বিভিন্ন অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য ২৫০০ টি টিকিট দান করবেন বলে জানিয়েছেন।এছাড়াও ‘আদিপুরুষ’কে হিট করাতে শ্রীরামের দ্বারস্থ হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। টুইটারে গোটা টিমকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সিনেমার ব্যবসা যাতে ভাল হয়, সেইজন্য প্রভু শ্রীরামের কাছে প্রার্থনাও করেছেন।

https://twitter.com/Dev_Fadnavis/status/1669035901069197312?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1669035901069197312%7Ctwgr%5Eab364e79637578ee039770ba74fab85cf4782a6d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Fmaharashtras-deputy-cm-devendra-fadnavis-wishes-team-adipurush%2F

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন,’ছবির পুরো টিম কোনোভাবেই কোনো প্রচারে যায়নি। শুধুমাত্র সাক্ষাৎকার দিয়েছেন। বিতর্কে না জড়ানোর জন্য তারা তাদের এড়িয়ে যেতে পারত। কিন্তু, এই বিনামূল্যের টিকিট-প্রচারণা নিশ্চয়ই তাদের পক্ষে কাজ করেছে। যদিও কয়টি টিকিট বিক্রি হয়েছে তা ট্র্যাক করা কঠিন।’

প্রযোজক এবং ফিল্ম ব্যবসার বিশেষজ্ঞ গিরিশ জোহর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘দর্শক আগেই ছবির নতুন ট্রেলারকে খুবই ভালো রিভিউ দিয়েছে। ছবিটি মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি একটি পারিবারিক ছবি। আশা করছি যে প্রথমদিনই সব ভাষার মুক্তি মিলিয়ে ৪৫ থেকে ৫০ কোটি (বা সম্ভবত আরও বেশি) ব্যবসা করবে এই ছবি।’

ট্রেড ফিল্ম অ্যানালিস্ট তরন আদর্শ বলেছেন, ছবিটির বক্স অফিস কালেকশন হবে ‘ব্যাপক’, শুধুমাত্র উত্তরের সিঙ্গেল-স্ক্রিন থিয়েটার এবং মাল্টিপ্লেক্সে নয়, দক্ষিণে বিশেষ করে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে, যেখানে প্রভাসের ফ্যান বেস রয়েছে সেখানেও চুটিয়ে ব্যবসা করবে এই ছবি।

ছবির ট্রেলার:

 

ছবি : gooogle 

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *