Whatsapp : ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে কতগুলি নতুন নতুন ফিচার!!!

কলকাতা : হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত রাখতে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে এবং কোম্পানির পক্ষ থেকে এই ফিচারগুলিকে উন্নত করার জন্য নানা পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। এবার জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ তাদের ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে কতগুলি নতুন নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ ওয়েব বার্তা প্রতিক্রিয়া, আইওএসের জন্য নতুন চ্যাট বাবল, মাল্টি-ডিভাইসে নতুন আর্কাইভ, হোয়াটসঅ্যাপকে রিপোর্ট করা, সহ এখানে এমন আরো কতগুলি ফিচার রয়েছে যা শীঘ্রই চালু হতে চলেছে। WhatsApp-এর এই নতুন ফিচারগুলির মধ্যে একটি হল মেসেজ রিয়্যাকশন (Message Reactions)। WhatsApp অনেক দিন ধরেই একের পর এক নতুন ফিচার লঞ্চ করে চলেছে। পুরো বিশ্বে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি ইউজারদের জন্য চালু করেছে উন্নত ভয়েস মেসেজ সার্ভিস (Voice Message Services), মাল্টি ডিভাইজ বেটা মোড (Multi-Device Beta Mode), উন্নত ভিডিও ও ছবি সেন্ড করার অপশন ইত্যাদি। এবার WhatsApp তাদের অ্যাপটিকে আরও জনপ্রিয় করে তোলার জন্য নিয়ে আসছে এই নতুন ফিচার মেসেজ রিয়্যাকশন।
ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপটি আনুমানিক 2 বিলিয়ন মানুষ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপ ওয়েব শীঘ্রই এই ইনস্টাগ্রাম-এর মতো মেসেজ রিয়্যাকশন ফিচারটি পাবে। WABetaInfo অনুসারে, ক্রস-মেসেজিং প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয়ের জন্যই এই হোয়াটসঅ্যাপ ওয়েব ফিচারে কাজ করছে বলে জানা গেছে। হোয়াটসঅ্যাপ ওয়েব মেসেজ রিয়্যাকশন ফিচারটি মূলত ব্যবহারকারীদের ছবির আকারে প্রতিক্রিয়া জানাতে দেবে, যা ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেওয়া হয়। স্পষ্টতই, ফিচারটি হোয়াটসঅ্যাপ ডেস্কটপ এবং হোয়াটসঅ্যাপ ওয়েব প্ল্যাটফর্ম উভয় ক্ষেত্রেই চালু হবে। WABetaInfo রিপোর্ট করেছে যে ব্যবহারকারীরা তাদের যেকোনো ইমোজি ব্যবহার করতে পারবে। যেমন ফেসবুকের মেসেঞ্জারে একটি মেসেজের রিঅ্যাক্শন জানাতে আপনি যে কোনও ইমোজি ব্যবহার করতে পারেন তারই অনুরূপ। WhatsApp-এর নতুন ফিচার মেসেজ রিয়্যাকশনের মাধ্যমে ইউজাররা চ্যাট করার সময় অনেকগুলো ইমোজির (Emoji) ব্যাবহার করতে পারবে। এই সব ইমোজির মাধ্যমে ইউজাররা মেসেজের রিপ্লাইও দিতে পারবে। ইউজাররা নানা ধরনের সাতটি ইমোজির ব্যাবহার করতে পারবে। ডাবলুএবেটাইনফো-র (WABetainfo) রিপোর্ট অনুযায়ী WhatsApp-এর নতুন ফিচার মেসেজ রিয়্যাকশন মেসেজের ডান দিকের কর্নারে থাকবে। এই রিপোর্টে বলা হয়েছে যে বাবল রিয়্যাকশনের (Bubble Reaction) ব্যাকগ্রাউন্ড কালার মেসেজের থেকে অন্য কালারের হবে।
WhatsApp-এর এইচ নতুন ফিচার মেসেজ রিয়্যাকশন অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) দু’টিতেই পাওয়া যাবে। তবে,কবে থেকে এই নতুন ফিচারের সুবিধা পাওয়া যাবে তা নির্দিষ্ট ভাবে এখনও জানানো হয়নি। কিন্তু মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি WhatsApp-এর ইউজাররা এই নতুন ফিচার মেসেজ রিয়্যাকশন এর সুবিধা পাবেন।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *