Bengali CinemaEntertainmentshort film

সাঁইথিয়া রবীন্দ্রভবনে ১ লা ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো “টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল “

পৃথিবী জুড়ে স্বাধীন ছোট ছবি নির্মাতাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে এবং ভালো ভালো ছবিকে জেলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দ্যেশ্যে এই চলচিত্র উৎসবের সুচনা। তাই বীরভূমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে উৎসর্গ “টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল “!

অনুষ্ঠানের উদ্বোধন করেন রয়্যাল একাডেমি অফ সিনেমা অ্যান্ড পার্ফমিং আর্টস এর তরফে তাপস ব্যানার্জী, এস বি এস এন্টারটেইনমেন্ট এর কর্ণধার মুর সালিম, এস এম এন্টারপ্রাইজ এর কর্ণধার সান্তু মোল্লা, শান্তি হাউস এর কর্ণধার নিমাই ঝুনঝুনবালা এবং সাইথিয়া আসর নাট্যমের বিজয় কুমার দাস।

এ বিশ্বের পাঁচটি আলাদা আলাদা দেশের নির্বাচিত ছয়টি ছোট ছবির প্রদর্শিত হলো।ডোডিসিকুইনডিসি ডিরেক্টর : জিওর্জিও মেসিনা এবং স্টেফানিয়া সিমোনি (ইতালি), ম্যাক্স ডিরেক্টর : বৌহাইক(ফ্রান্স), দা উইলশির গ্রান্ড স্টোরি (টেক টক্ ) ডিরেক্টর : দিলীপ খাতরি (আমেরিকা), এক্টিভিসম থ্রু এনলাইটমেন্ট ডিরেক্টর : রেবেকা রাউচ থানে (ফ্লোরিডা), এলডার ডিরেক্টর : ভান্দা লাদেইরা (ইউনাইটেড কিংডম), কারেন্সী অফ লাভ ডিরেক্টর : ক্লেয়ার চুন (আমেরিকা)সেই ছেলেটা (ভারত) দেব গোপাল মন্ডল, পাড়ি (ভারত) আসর নাট্যমের গোষ্ঠী।

এই উৎসবের অনুষ্ঠানিক পরিচালক দেব গোপাল মন্ডল জানান প্রতি তিন মাসে এই উৎসব আয়োজিত হবে। পরবর্তী অনুষ্টান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে “চলচ্চিত্র আন্দোলনের ভাষা” নামে বিশেষ ভাবে উৎযাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *