শুভ জন্মদিন শাহরুখ খান!

শুভ জন্মদিন শাহরুখ খান। সিনেমার পর্দায় গত তিন বছর ধরে, দেখা না গেলেও আজ তিনি ৫৬ বছরে পা রাখলেন। গত পঁচিশ বছরের কেরিয়ারে হাতে গোনা কটা ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন। বিতর্ক-সমালোচনা একাধিকবার ঘিরে ধরেছে তাঁকে। তবে কঠিন সময়ে তাঁর টিকে থাকার লড়াই,অগণিত ভক্তদের কাছে বারবার অনুপ্রেরণা হয়ে উঠেছে। কেরিয়ারের ২৫টা বছর পেরিয়েও আজও তিনি দর্শকদের মনের ‘কিং অফ রোম্যান্স’ হয়েই রয়ে গেছেন। আজ সেই বলিউড ইন্ডাস্ট্রির বাদশা, কিং খানের জন্মদিন।

অনুরাগীদের কাছে ২ নভেম্বর উৎসবের মতোই। প্রতিবছর এই দিনে মন্নতের সামনে ভীড় করেন তারা। হাতে প্ল্যাকার্ড, ফুল, কেক… শুধুমাত্র শাহরুখকে একঝলক দেখবেন বলে। কিং খান তাঁর ভক্তদের নিরাশ করেন না। আজও মন্নতের বাইরে সেই একই ভীড়।আলোর রোশনাইয়ে সেজে উঠেছে মন্নত। মঙ্গলবার সকাল থেকেই শুভেচ্ছাবার্তার জোয়ার সোশ্যাল মিডিয়ায়। টুইটারে ট্রেন্ডিং।

অতিমারী হোক কিংবা কেরল-পশ্চিমবঙ্গের বন্যা, যথাসাধ্য পাশে থেকেছেন শাহরুখ। যে দুর্ভোগ নিজে পেরিয়ে এসেছেন জীবনে, দুঃস্থদের সমস্যা খুব ভালভাবে বোঝেন। তাই তো ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার মানুষ সমস্যায় পড়লেই কিং খানের শরণাপন্ন হন। তিনিও বাড়িয়ে দেন সাহায্যের হাত। ‘অভিনেতা শাহরুখের’ থেকেও তাঁদের কাছে আরও বড় ‘মানুষ শাহরুখ’- যিনি কারও দুঃখ দেখলে দু’হাত উজার করে বিলিয়ে দেন অবলীলাক্রমে।

বলিউডের সুপারস্টার তিনি। জার্নি শুরু করেছিলেন টেলিভিশনের পর্দা থেকে। হাতে ছিল যৎসামান্য টাকা। আর একরাশ স্বপ্ন। দিল্লি থেকে আরবসাগরের তীরে মুম্বইতে পাড়ি জমানোর লড়াইটা একাই লড়েছেন। মাঝে ৩০ টা বছর, গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। বলিউডের তিন খানের তালিকায় আজও শীর্ষে শাহরুখ খান। নিজের যোগ্যতায়, মানবিকতায় দর্শক-অনুরাগীদের ভালবাসা কুড়িয়ে এসেছেন। প্রত্যেক ইদে, জন্মদিনে, উৎসবে মন্নতের সামনে জমায়েত করেন কিং খান অনুরাগীরা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শাহরুখ খানের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *