পরিচালক অরিন্দম শীলের ‘তিরন্দাজ শবর’-এর শুটিং আপাতত স্থগিত!
পরিচালক অরিন্দম শীলের ‘তিরন্দাজ শবর’-এর শুটিং দিন কয়েক যেতে না যেতেই হঠাৎ বন্ধ হয়ে গেল। গত ১৬ নভেম্বর ছবির শুটিং শুরু হয়েছিল।সূত্রানুযায়ী, ‘তিরন্দাজ শবর’ ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হচ্ছে, তাদের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিয়েছিলেন আরও এক প্রযোজক। তবে শুটিং শুরু হওয়ার পর তিনি পিছিয়ে যান। তাই শুরু হওয়ার দিন কয়েকের মধ্যেই বন্ধ হয়ে যায় সিনেমার শুটিং। পরিচালকের কথায় অবশ্য, শুটিং আপাতত স্থগিত থাকলেও কয়েক দিনের মধ্যেই তা আবার শুরু হয়ে যাবে।প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো বিনোদন দুনিয়াও বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেক ছবির কাজ মাঝপথে আটকে রয়েছে, আবার কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় ‘তিরন্দাজ শবর’-এর কাজ বন্ধ হলে পরিচালক-প্রযোজক উভয়ই আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। ক্যামেলিয়ার কর্ণধার নীলরতন দত্তের কথায়, করোনার কারণে ইন্ডাস্ট্রিতে টাকা আটকে রয়েছে। মুক্তির অপেক্ষায় দুটো ছবি। বেশ কয়েকটি ছবি বিক্রি হয়নি।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অপ্রকাশিত উপন্যাস ‘তিরন্দাজ’ অবলম্বনে ‘তিরন্দাজ শবর’-এর চিত্রনাট্য। শাশ্বত চট্টোপাধ্যায় এ বারেও শবরের ভূমিকায় এবং ‘নন্দ’ শুভ্রজিৎ দত্ত তাঁর সহকারী।একটা বস্তিকে উপলক্ষ্য করে কাহিনি।একটা খুনকে কেন্দ্র করে গল্প এগোবে। ছবিতে থাকছেন শঙ্কর চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, জয়দীপ কুন্ডু, অসীম রায়চৌধুরী। এই ছবি দিয়ে টলিউডে প্রথম পা রাখছেন রম্যাণী। উপন্যাসে এক ট্যাক্সিচালকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই চরিত্রে দেখা যাবে নাইজেল আকারাকে। নাইজেল অরিন্দম শীলের পরিচালনায় এই প্রথম কাজ করবেন।সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। সম্পাদনায় সংলাপ ভৌমিক। ক্যামেরায় মধুরা পালিত। মধুরাও এই প্রথম টিম-অরিন্দমের সঙ্গে কাজ করতে চলেছেন। কলকাতা এবং মাইথনে ছবির শ্যুটিং হবে। এবার অপেক্ষা শুধু শুটিং শুরু হওয়ার।